প্রবাদ বচন - বাংলা প্রবাদ সংগ্রহ বই পিডিএফ
ডিজিটাল বইয়ের নাম- 'প্রবাদ বচন'
সম্পাদিত- গোপালদাস চৌধুরী ও প্রিয়রঞ্জন সেন
বইয়ের ধরন- শিক্ষামুলক / অভিধান বই
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ৩৪৯
ডিজিটাল বইয়ের সাইজ- ১০এমবি
প্রিন্ট খুব ভালো, জলছাপ মুক্ত,
প্রবাদ বচন ভাষার একটা বিশিষ্ট রূপ। আট সাট গড়ন, মৃদু মন্দ গতি, চলনে ঝংকার, অভিজ্ঞতার নির্যাস, নিজস্ব বর্ণে উজ্জল, সংক্ষিপ্ত কিন্তু সরস প্রকাশ, লোকমানসের অভিব্যক্তি, বলামাত্র মনোহারী-এহেন প্রবাদ বচন কে উপেক্ষা করিবে, কে না উপভোগ করিবে ? সকল ভাষাতেই প্রবাদ বচন শুনিতে ভাল, বলিতে ভাল ; বাংলা ভাষায় প্রবাদ বচন বাঙ্গালী মাত্রেরই ভাল লাগিবে।
বড় বড় কবিদের লেখার অংশ লোকের মুখে মুখে প্রবাদ দাঁড়াইয়াছে। কবিগুণাকর ভারতচন্দ্রের রচনার বহু পংক্তির পরিণতি হইয়াছে প্রবাদ বচনে। খনার বচন, সুলেখকের বচনবিন্যাস, লোকোক্তি—নানাদিক হইতে প্রবাদ বচন পুষ্টিলাভ করিয়াছে।
এই বইটি প্রবাদ-বচন সংগ্রহ সংকলন গ্রন্থ। এই বইটিতে বাংলার প্রায় সকল প্রকার প্রবাদ বর্ণানুক্রমিকভাবে দেওয়া আছে। এই গ্রন্থে প্রায় ৭০০০ প্রবাদ-বচন সংগ্রহ রয়েছে। সেগুলি গোপাল দাস চৌধুরী এবং প্রিয়রঞ্জন সেন দ্বারা সংগৃহীত। এই সংগ্রহ সমাজের বিভিন্ন মানুষের, বিশেষ করে বাংলা ভাষা গবেষণারত ছাত্রদের গুবই কাজে লাগবে।
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পাঠকগণ, আপনারা এই পোষ্ট হইতে একটি বাংলা প্রবাদ সংগ্রহ বই 'প্রবাদ বচন' এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।
No comments:
Post a Comment