ন হণ্যতে - মৈত্রেয়ী দেবী, বাংলা আত্মজীবনীমূলক বই পিডিএফ
ডিজিটাল বইয়ের নাম- 'ন হণ্যতে'
লেখক- মৈত্রেয়ী দেবী
বইয়ের ধরন- আত্মজীবনীমূলক বই
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ১৮৮
ডিজিটাল বইয়ের সাইজ- ৩৪এমবি
প্রিন্ট ভালো, জলছাপ মুক্ত,
প্রথম সংস্করণের ভূমিকা:
উপন্যাসের কোনো ভূমিকার প্রয়োজন নেই, সে তার নিজের কথা নিজেই বলে। তবু আমাকে একটু কৈফিয়ৎ দিতে হচ্ছে। এ বইতে স্বয়ং রবীন্দ্রনাথ ছাড়াও এমন অনেকের নাম উল্লেখ করেছি যারা একদিন জীবিত ছিলেন। এই কাহিনী গড়ে তোলবার জন্য তাদের প্রকৃত নাম উল্লেখের হয়ত তেমন সার্থকতা নেই। শুধু আমি একটি যুগের ছবি আঁকতে চাইছিলাম, যে যুগ এইসব যুগপুরুষ ও অসামান্যা নারীদের উপস্থিতিতে উদ্ভাসিত হয়েছিল। কোনো কাল্পনিক নাম ব্যবহার করে সেই যুগটি আমার কাছে সত্য হচ্ছিল না।
১৯৭৩-এর সেপ্টেম্বর মাসে বইটা লেখা হয়েছে, মাত্র দু'মাস আগে পাণ্ডুলিপি ছাপতে দিয়েছি। খুব শখ হয়েছিল পূজার আগে বইটি প্রকাশ হবে। প্রকাশক মশাই আমায় বলেছিলেন এত দ্রুত কাজ ভাল হয় না। কিন্তু আমার অতি আগ্রহবশত আমিই তাড়া করে দু'মাসের মধ্যে বাইশ ফর্মা বইটা ছাপিয়ে ফেললাম—ফলে দু-চারটি মুদ্রণ প্রমাদ রয়ে গেল, যার জন্য প্রকাশক দায়ী নন, দায়ী আমি।।- মৈত্রেয়ী দেবী
২রা অক্টোবর, ১৯৭৪
বিশিষ্ট বাঙ্গালী লেখিকা মৈত্রেয়ী দেবীর রচিত একটি আত্মজীবনীমূলক উপন্যাস 'ন হন্যতে ' যেটি ১৯৭৪ সালে প্রথম প্রকাশিত হয়। উপন্যাসটির জন্য লেখিকা ১৯৭৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। রোমানীয় দার্শনিক মির্চা এলিয়াদের রচিত তাদের সম্পর্ক ভিত্তিক উপন্যাস 'লা নুই বেঙ্গলী'র প্রত্যুত্তর স্বরূপ এই উপন্যাসে মৈত্রেয়ী দেবী নিজের আত্মজীবনী তুলে ধরেছেন, যেন বই এর বিপরীতে বই। অপূর্ণ এক প্রেম আর এক অনন্য জীবনবোধের কাহিনী।
এই বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পাঠকগণ, এই পোষ্ট হইতে আপনারা মৈত্রেয়ী দেবীর আত্মজীবনীমূলক সাথে আকাদেমী পুরস্কারপ্রাপ্ত সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ 'ন হণ্যতে - মৈত্রেয়ী দেবী' -এর বাংলা পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন
No comments:
Post a Comment