বাস্তবের আড়ালে - বনানী শিকদার বাংলা বই পিডিএফ
ডিজিটাল বইয়ের নাম- বাস্তবের আড়ালে
লেখক- বনানী শিকদার
বইয়ের ধরন- আত্মজীবনী মুলক উপন্যাস
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ৩৬১
ডিজিটাল বইয়ের সাইজ- ১এমবি
প্রিন্ট খুব ভালো, জলছাপ মুক্ত
লেখিকার কথা-
লটারিতে হার-জিত কিংবা মাঝামাঝির কোনও অবস্থার পদ হাসিল করে আমরা এই পৃথিবীর কোটি কোটি পরিবারের মধ্যে এক পরিবারে জন্ম নিই। লটারির টিকিট কে কেনে আমাদের জন্য, কে আয়োজন করে এই খেলার কিছু জানা নেই আমাদের। জীবনের ওপারের দেবকী ও বাসুদেব থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা এপারে আসি, কোটি কোটি যশোদা ওর নন্দা বাবার হাতে বড় হই। আমাদের সাথে বড় হয়। কোটি কোটি বলরাম।
মিষ্টির দোকানে গেলে আমরা আমাদের পছন্দের মিষ্টি কিনে খেতে পারি। খেলনার দোকানে গেলে খুশিমতো খেলনা কেনারও স্বাধীনতা আমাদের থাকে মনোরঞ্জনের জন্য। কিন্তু পরিবার নির্বাচনের বাজারে আমাদের পছন্দের কোনও সুযোগ নেই। তবু যে পরিবারেই আমরা জন্ম নিই না কেন সেই পরিবারের লোকজনই আমাদের সবচেয়ে নিজের হয়। সেই পরিবার থেকে কিছু পেলে সেটা পাওয়ার তালিকায় আসে, আর না পেলে সেটাও আমাদের পাওয়ার তালিকাতেই আসে। তাই লটারিতে যে কোনই পদ পাওয়াকে পদ পাওয়া না বলে পদ হাসিল করা বলতেই আমি পছন্দ করব। এমনই একটি পদ আমি হাসিল করেছি। আমার নিকট জনের কাছ থেকে অনেক না পাওয়া হীরের টুকরো হয়ে জ্বল জ্বল করছে আমার স্মৃতিতে। সেইসব হীরের টুকরোগুলোকে এই বইয়ে শব্দে রূপান্তরিত করার চেষ্টা করেছি এই মাত্র।
এই আত্মজীবনী মুলক বইটির ভূমিকা লিখেছেন- নবনীতা দেবসেন-
জীবন বুঝি এক বহমান স্রোতস্বিনী। ঘাতে প্রতিঘাতে সুখ দুঃখকে পাথেয় করে ইপ্সিত মহাসন্ধানে এগিয়ে যাওয়া। জীবনে চলার পথে অসংখ্য মানুষের সাথে আমাদের দেখা হয়। জীবন খাতায় জমে ওঠে ব্যর্থতার বোঝা। রাতের অন্ধকারে চোখ থেকে নির্গত হয় দু-ফোটা অশ্রুজল। এমন জীবন জিজ্ঞাসা নিয়ে বনানী শিকদারের আত্মজৈবনিক কথা—“বাস্তবের আড়ালে।” উত্তরবঙ্গের বালুরঘাটে জন্ম নেওয়া এই কন্যাটিকে সারাজীবন ধরে পাহাড়প্রমাণ প্রতিবন্ধকতার সামনে দাঁড়াতে হয়েছে। পরিচিত প্রিয়জন দ্বারা হতে হয়েছে অবহেলিতা, মানসিক ও শারীরিকভাবে নির্যাতিতা। তবুও এক দুর্বার প্রয়াসে তিনি পার হয়েছেন তুলনাতীত প্রতিবন্ধকতার পাহাড়। চোখের জলে বুক ভিজে গেছে, তবুও মুখ থেকে নির্গত হয়নি প্রতিবাদের শব্দগুলি। অবশেষে জীবনের মধ্যভাগে প্রবাসী হয়ে কলম ধরেছেন তিনি। একে একে নিঃসংকোচ বিবৃত করেছেন ফেলে আসা দিনযাপনের ঘটনাবলী। এই আখ্যায়িকা পড়তে পড়তে পাঠক পাঠিকা নিজেকে হারিয়ে ফেলেন। একাত্ম হয়ে যান লেখিকার সঙ্গে। একজন সাহিত্য সাধকের প্রথম প্রয়াস হিসেবে এই বইটি অবশ্য পাঠ্য—এ কথা স্বীকার করতেই হবে।
ধন্যবাদ বনানী, আপনি এইভাবে উন্মোচন করেছেন আমাদের হৃদয়ের না বলা কাহিনি। ভবিষ্যতে আপনার সাহিত্যপথ আরও সুগম হোক। নিত্যনতুন অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে আপনি একটির পর একটি কাহিনি রচনা করে সমৃদ্ধ করুন বাংলা সাহিত্যকে। আপনার এই চলার পথে পাঠক পাঠিকার ভালোবাসা উষ্ণ গোলাপের অভিনন্দন হয়ে ঝড়ে পড়ুক, এই আন্তরিক প্রত্যাশা।
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
উপরোক্ত পিডিএফটি পড়ার পরে যদি গল্পগুলি ভালো লাগে তবে আসল বইটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন।
**প্রিয় পাঠকগণ, আপনারা এই পোষ্ট হইতে একটি আত্মজীবনী মুলক উপন্যাস- 'বাস্তবের আড়ালে - বনানী শিকদার'-এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।
ডিজিটাল বইয়ের নাম- বাস্তবের আড়ালে
লেখক- বনানী শিকদার
বইয়ের ধরন- আত্মজীবনী মুলক উপন্যাস
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ৩৬১
ডিজিটাল বইয়ের সাইজ- ১এমবি
প্রিন্ট খুব ভালো, জলছাপ মুক্ত
বাস্তবের আড়ালে - বনানী শিকদার |
লটারিতে হার-জিত কিংবা মাঝামাঝির কোনও অবস্থার পদ হাসিল করে আমরা এই পৃথিবীর কোটি কোটি পরিবারের মধ্যে এক পরিবারে জন্ম নিই। লটারির টিকিট কে কেনে আমাদের জন্য, কে আয়োজন করে এই খেলার কিছু জানা নেই আমাদের। জীবনের ওপারের দেবকী ও বাসুদেব থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা এপারে আসি, কোটি কোটি যশোদা ওর নন্দা বাবার হাতে বড় হই। আমাদের সাথে বড় হয়। কোটি কোটি বলরাম।
মিষ্টির দোকানে গেলে আমরা আমাদের পছন্দের মিষ্টি কিনে খেতে পারি। খেলনার দোকানে গেলে খুশিমতো খেলনা কেনারও স্বাধীনতা আমাদের থাকে মনোরঞ্জনের জন্য। কিন্তু পরিবার নির্বাচনের বাজারে আমাদের পছন্দের কোনও সুযোগ নেই। তবু যে পরিবারেই আমরা জন্ম নিই না কেন সেই পরিবারের লোকজনই আমাদের সবচেয়ে নিজের হয়। সেই পরিবার থেকে কিছু পেলে সেটা পাওয়ার তালিকায় আসে, আর না পেলে সেটাও আমাদের পাওয়ার তালিকাতেই আসে। তাই লটারিতে যে কোনই পদ পাওয়াকে পদ পাওয়া না বলে পদ হাসিল করা বলতেই আমি পছন্দ করব। এমনই একটি পদ আমি হাসিল করেছি। আমার নিকট জনের কাছ থেকে অনেক না পাওয়া হীরের টুকরো হয়ে জ্বল জ্বল করছে আমার স্মৃতিতে। সেইসব হীরের টুকরোগুলোকে এই বইয়ে শব্দে রূপান্তরিত করার চেষ্টা করেছি এই মাত্র।
এই আত্মজীবনী মুলক বইটির ভূমিকা লিখেছেন- নবনীতা দেবসেন-
জীবন বুঝি এক বহমান স্রোতস্বিনী। ঘাতে প্রতিঘাতে সুখ দুঃখকে পাথেয় করে ইপ্সিত মহাসন্ধানে এগিয়ে যাওয়া। জীবনে চলার পথে অসংখ্য মানুষের সাথে আমাদের দেখা হয়। জীবন খাতায় জমে ওঠে ব্যর্থতার বোঝা। রাতের অন্ধকারে চোখ থেকে নির্গত হয় দু-ফোটা অশ্রুজল। এমন জীবন জিজ্ঞাসা নিয়ে বনানী শিকদারের আত্মজৈবনিক কথা—“বাস্তবের আড়ালে।” উত্তরবঙ্গের বালুরঘাটে জন্ম নেওয়া এই কন্যাটিকে সারাজীবন ধরে পাহাড়প্রমাণ প্রতিবন্ধকতার সামনে দাঁড়াতে হয়েছে। পরিচিত প্রিয়জন দ্বারা হতে হয়েছে অবহেলিতা, মানসিক ও শারীরিকভাবে নির্যাতিতা। তবুও এক দুর্বার প্রয়াসে তিনি পার হয়েছেন তুলনাতীত প্রতিবন্ধকতার পাহাড়। চোখের জলে বুক ভিজে গেছে, তবুও মুখ থেকে নির্গত হয়নি প্রতিবাদের শব্দগুলি। অবশেষে জীবনের মধ্যভাগে প্রবাসী হয়ে কলম ধরেছেন তিনি। একে একে নিঃসংকোচ বিবৃত করেছেন ফেলে আসা দিনযাপনের ঘটনাবলী। এই আখ্যায়িকা পড়তে পড়তে পাঠক পাঠিকা নিজেকে হারিয়ে ফেলেন। একাত্ম হয়ে যান লেখিকার সঙ্গে। একজন সাহিত্য সাধকের প্রথম প্রয়াস হিসেবে এই বইটি অবশ্য পাঠ্য—এ কথা স্বীকার করতেই হবে।
ধন্যবাদ বনানী, আপনি এইভাবে উন্মোচন করেছেন আমাদের হৃদয়ের না বলা কাহিনি। ভবিষ্যতে আপনার সাহিত্যপথ আরও সুগম হোক। নিত্যনতুন অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে আপনি একটির পর একটি কাহিনি রচনা করে সমৃদ্ধ করুন বাংলা সাহিত্যকে। আপনার এই চলার পথে পাঠক পাঠিকার ভালোবাসা উষ্ণ গোলাপের অভিনন্দন হয়ে ঝড়ে পড়ুক, এই আন্তরিক প্রত্যাশা।
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
উপরোক্ত পিডিএফটি পড়ার পরে যদি গল্পগুলি ভালো লাগে তবে আসল বইটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন।
**প্রিয় পাঠকগণ, আপনারা এই পোষ্ট হইতে একটি আত্মজীবনী মুলক উপন্যাস- 'বাস্তবের আড়ালে - বনানী শিকদার'-এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।
No comments:
Post a Comment