মহিষাসুরমর্দ্দিনী, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাংলা বই - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Saturday, September 28, 2019

মহিষাসুরমর্দ্দিনী, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাংলা বই


মহিষাসুরমর্দ্দিনী, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাংলা বই
ডিজিটাল বইয়ের নাম- মহিষাসুরমর্দ্দিনী
রচনাকার- বানী কুমার
বইয়ের ধরন- ধর্ম সম্পর্কিত
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ৯৩
ডিজিটাল বইয়ের সাইজ- ১এমবি
প্রিন্ট খুব ভালো, জলছাপ মুক্ত

'মহিষাসুরমর্দ্দিনী' (মহিষাসুরের দমনকারী) ১৯৩১ সাল থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও থেকে প্রচারিত বাংলায় একটি সকালের রেডিও প্রোগ্রাম। অনুষ্ঠানটি প্রতি বছর 'মহালয়া' ভোরে প্রচার করা হয়। এই অনুষ্ঠানে রয়েছে শ্রীশ্রীমাচণ্ডী বা মাদুর্গা সপ্তশতী থেকে গৃহীত শ্রীশ্রী দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডীপাঠ, ভক্তিগীতি, ধ্রুপদী সংগীত এবং পৌরাণিক কাহিনির নাট্যরূপ এবং এর সময়ব্যাপ্তি প্রায় দেড় ঘণ্টা। মহালয়ার সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কণ্ঠে 'মহিষাসুরমর্দিনী'র কোন বিকল্প আজও বাঙ্গালীর কাছে নেই। এর রচয়িতা বানী কুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক এবং ভাষ্য বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
এখন এই পোষ্টটিতে শ্রীবীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে এই বিখ্যাত মহালয়ার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের সম্পূর্ণ লিপি, সংস্কৃত শ্লোকের বঙ্গানুবাদ ও ইংরাজি সমেত। সম্পুর্ন অনুষ্ঠানটি বইয়ের আকারে সংগ্রহ করিতে পারিবেন।

মহিষাসুরমর্দ্দিনী বাংলা বই

উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পাঠকগণ, আপনারা এই পোষ্ট হইতে একটি ধর্ম সম্পর্কিত বই- 'মহিষাসুরমর্দ্দিনী'-এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।

No comments:

Post a Comment