অ্যাডভেনচ্যার অমনিবাস-ধীরেন্দ্রলাল ধর বাংলা দু: সাহসিক অভিযান মূলক বই পিডিএফ
ডিজিটাল বইয়ের নাম- 'অ্যাডভেনচ্যার অমনিবাস'
লেখক- ধীরেন্দ্রলাল ধর
বইয়ের ধরন- কিশোর সাহিত্য
মোট পৃষ্টা আছে- ২৯৬
পিডিএফ সাইজ- ৯এমবি
জলছাপমুক্ত, ঝকঝকে প্রিন্ট
গল্পের নমুনা-
সহসা আর্তনাদ তুলে মোটরটী থেমে গেল।
গাড়ীতে আরোহী ছিল একজন। ভিতরে বসে কলকজ্জা কয়েকবার নাড়াচাড়া করেও গাড়ী যখন আর আধ ইঞ্চিও অগ্রসর হলো না, তখন সে বাহিরে এসে দাঁড়ালো। হাতের টর্চলাইটের আলোয় ভিতরের মেশিনটা কিছুক্ষণ পরীক্ষা করে গাড়ীটা চালাবার চেষ্টা করলে, মোটর কিন্তু চললো না।
ইস, নতুন গাড়ী নিয়েও পথের মাঝে এমন বিপদে পড়তে হবে কে জানে, এই রাতে এখানে এখন করি কি ?—আপন মনে কথা কয়টি বলে চারিপাশে সে একবার তাকিয়ে নিলে। পিছনে অন্ধকারে গাছের ফাঁক দিয়ে পথটি এগিয়ে এসে সামনের রহস্যময় অন্ধকারে অদৃশ্য হয়েছে। একটা কেরোসিন তেলের আলো পথের ওপাশে মূমূর্ষ রোগীর মত ঝিমুচ্ছে। পাশ দিয়ে ছুটে চলেছে গঙ্গার কালো জল। আর এক পাশে ছোট ছোট উচুনীচু আল ঘেষে ধান ক্ষেত। মানুষের চিহ্নমাত্র নেই। শুধ, চারিপাশ ঘিরে অন্ধকার জমাট বাঁধছে।
হাতঘড়ির উপর টর্চের আলো ফেলে সে দেখলো রাত সওয়া এগারোটা বেজে গেছে। নিজেকে সে একটু বিপন্ন মনে করলো। নিমন্ত্রণ খেতে এসে এমন বিপদে পড়তে হবে কে জানেতো। কাছাকাছি কোথাও যে এই রাতে সাহায্য পাওয়া যাবে এমনও তো মনে হয় না, কি করবে খানিকক্ষণ ভেবেও সে স্থির করতে পারলো না।
সহসা দরে একটা আলো তার নজরে পড়লো। তবে কি কাছাকাছি কোন লোকের বসতি আছে, সেই দিকে সে অগ্রসর হলো।
*এছাড়াও এই লেখকের অন্য আরেকটি বইয়ের পিডিএফ সংগ্রহ করতে পারেন-
> গল্প বলি গল্প শোন- ধীরেন্দ্র লাল ধর
বেশীদুর নয়। মিনিট চার-পাঁচ যেতেই আলোটার খুব কাছে এসে পড়েছে বলে মনে হলো। কয়েকটা গাছের ফাঁক মাত্র ব্যবধান। উঁকি মারতেই যে দশ্যে তার চোখে পড়লো, তাতে তার মাথা পর্যন্ত চনচন করে উঠলো।
সে দেখলো, গঙ্গার তীরে দুটি লোক একটী লোককে কাঁধে নিয়ে অগ্রসর হচ্ছে। খানিকদুরে গিয়ে একটা স্থান বেছে নিয়ে লোকটিকে সেখানে তারা নামিয়ে রাখলো। তারপর দু’জনে যেদিক থেকে এসেছিল আবার সেইদিকেই ফিরে গেল।
তবে কি এরা কাউকে খুন করে রাত্রির অন্ধকারে মৃতদেহটি ফেলে রেখে সরে পড়ছে? সে এদের অনুসরণ করবে নাকি ? ঘটনাটা কতুদর কি হয় দেখাই যাক, ভেবে সরোজ সেখানেই দাঁড়িয়ে রইলো। আহা, আজ যদি পিস্তলটী সে সঙ্গে নিয়ে আসতো !
একস্থানে এসে দুজনের একজন দাঁড়ালো এবং অপরকে আদেশ করলো কারণ নিয়ে এসো, আর ত্রিশূল। পরে আর সব জিনিষ আনলেও চলবে।...
এই বইতে যে গল্পগুলি রয়েছে-
মৃত্যুর পশ্চাতে
বিপদের বেড়াজাল
যকের জঙ্গলে
আঁধার রাতের আর্তনাদ
আবিসিনিয়া ফ্রন্টে
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
বাংলা দু: সাহসিক অভিযান মূলক বইয়ের পিডিএফ 'অ্যাডভেনচ্যার অমনিবাস'
ডিজিটাল বইয়ের নাম- 'অ্যাডভেনচ্যার অমনিবাস'
লেখক- ধীরেন্দ্রলাল ধর
বইয়ের ধরন- কিশোর সাহিত্য
মোট পৃষ্টা আছে- ২৯৬
পিডিএফ সাইজ- ৯এমবি
জলছাপমুক্ত, ঝকঝকে প্রিন্ট
গল্পের নমুনা-
সহসা আর্তনাদ তুলে মোটরটী থেমে গেল।
গাড়ীতে আরোহী ছিল একজন। ভিতরে বসে কলকজ্জা কয়েকবার নাড়াচাড়া করেও গাড়ী যখন আর আধ ইঞ্চিও অগ্রসর হলো না, তখন সে বাহিরে এসে দাঁড়ালো। হাতের টর্চলাইটের আলোয় ভিতরের মেশিনটা কিছুক্ষণ পরীক্ষা করে গাড়ীটা চালাবার চেষ্টা করলে, মোটর কিন্তু চললো না।
ইস, নতুন গাড়ী নিয়েও পথের মাঝে এমন বিপদে পড়তে হবে কে জানে, এই রাতে এখানে এখন করি কি ?—আপন মনে কথা কয়টি বলে চারিপাশে সে একবার তাকিয়ে নিলে। পিছনে অন্ধকারে গাছের ফাঁক দিয়ে পথটি এগিয়ে এসে সামনের রহস্যময় অন্ধকারে অদৃশ্য হয়েছে। একটা কেরোসিন তেলের আলো পথের ওপাশে মূমূর্ষ রোগীর মত ঝিমুচ্ছে। পাশ দিয়ে ছুটে চলেছে গঙ্গার কালো জল। আর এক পাশে ছোট ছোট উচুনীচু আল ঘেষে ধান ক্ষেত। মানুষের চিহ্নমাত্র নেই। শুধ, চারিপাশ ঘিরে অন্ধকার জমাট বাঁধছে।
হাতঘড়ির উপর টর্চের আলো ফেলে সে দেখলো রাত সওয়া এগারোটা বেজে গেছে। নিজেকে সে একটু বিপন্ন মনে করলো। নিমন্ত্রণ খেতে এসে এমন বিপদে পড়তে হবে কে জানেতো। কাছাকাছি কোথাও যে এই রাতে সাহায্য পাওয়া যাবে এমনও তো মনে হয় না, কি করবে খানিকক্ষণ ভেবেও সে স্থির করতে পারলো না।
সহসা দরে একটা আলো তার নজরে পড়লো। তবে কি কাছাকাছি কোন লোকের বসতি আছে, সেই দিকে সে অগ্রসর হলো।
*এছাড়াও এই লেখকের অন্য আরেকটি বইয়ের পিডিএফ সংগ্রহ করতে পারেন-
> গল্প বলি গল্প শোন- ধীরেন্দ্র লাল ধর
বেশীদুর নয়। মিনিট চার-পাঁচ যেতেই আলোটার খুব কাছে এসে পড়েছে বলে মনে হলো। কয়েকটা গাছের ফাঁক মাত্র ব্যবধান। উঁকি মারতেই যে দশ্যে তার চোখে পড়লো, তাতে তার মাথা পর্যন্ত চনচন করে উঠলো।
সে দেখলো, গঙ্গার তীরে দুটি লোক একটী লোককে কাঁধে নিয়ে অগ্রসর হচ্ছে। খানিকদুরে গিয়ে একটা স্থান বেছে নিয়ে লোকটিকে সেখানে তারা নামিয়ে রাখলো। তারপর দু’জনে যেদিক থেকে এসেছিল আবার সেইদিকেই ফিরে গেল।
তবে কি এরা কাউকে খুন করে রাত্রির অন্ধকারে মৃতদেহটি ফেলে রেখে সরে পড়ছে? সে এদের অনুসরণ করবে নাকি ? ঘটনাটা কতুদর কি হয় দেখাই যাক, ভেবে সরোজ সেখানেই দাঁড়িয়ে রইলো। আহা, আজ যদি পিস্তলটী সে সঙ্গে নিয়ে আসতো !
একস্থানে এসে দুজনের একজন দাঁড়ালো এবং অপরকে আদেশ করলো কারণ নিয়ে এসো, আর ত্রিশূল। পরে আর সব জিনিষ আনলেও চলবে।...
এই বইতে যে গল্পগুলি রয়েছে-
মৃত্যুর পশ্চাতে
বিপদের বেড়াজাল
যকের জঙ্গলে
আঁধার রাতের আর্তনাদ
আবিসিনিয়া ফ্রন্টে
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
বাংলা দু: সাহসিক অভিযান মূলক বইয়ের পিডিএফ 'অ্যাডভেনচ্যার অমনিবাস'
No comments:
Post a Comment